ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নির্বাচনের আগে বিচার ও জুলাই সনদ বাস্তবায়ন চায় নতুন দল এনসিপি

২০২৫ মার্চ ০৭ ১৯:২০:৩৭
নির্বাচনের আগে বিচার ও জুলাই সনদ বাস্তবায়ন চায় নতুন দল এনসিপি

ডুয়া ডেস্ক: কোনো নির্বাচনে অংশগ্রহণের আগে দৃশ্যমান বিচার প্রক্রিয়া এবং জুলাই সনদ বাস্তবায়ন দেখতে চান বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার রাজধানী ঢাকার বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, নাগরিক পার্টি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে তারা শুধু সংসদ নির্বাচন নয়, গণপরিষদ নির্বাচনও দেখতে চান। তার মতে, নাগরিক পার্টির একমাত্র দাবি এখন নির্বাচনে অংশগ্রহণ নয় বরং এর আগে তারা দৃশ্যমান বিচার কার্যক্রম এবং ঐকমত্যের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন দেখতে চান। এই সনদের মাধ্যমে জনগণ জানতে পারবে, কোন রাজনৈতিক দল সংস্কারের পক্ষে এবং কোন দল বিপক্ষে আছে। তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্রের ছাত্রদের দাবিগুলো দ্রুততম সময়ে বাস্তবায়িত হওয়া উচিত।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম সারা দেশে নারীর প্রতি সহিংসতার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, তিনি অন্তর্বর্তী সরকারের কাছে নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। নারী নিপীড়নকারীদের দ্রুত বিচারের আওতায় আনা উচিত বলে তিনি মন্তব্য করেন।

গতকাল রয়টার্সে প্রকাশিত একটি সাক্ষাৎকার নিয়ে তিনি বলেন, সেখানে কিছু ভুল অনুবাদ হয়েছে। বিশেষ করে আর্থিক বিষয়ে তিনি বলেছিলেন, সচ্ছল মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা তাদের সহযোগিতা করেন এবং তারা একটি ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে নিজেদের নির্বাচনী ফান্ড গঠন করবেন। এটি ভুলভাবে উপস্থাপন হয়েছে যা সংশোধনের অনুরোধ জানান তিনি।

এছাড়া নাহিদ ইসলাম বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে এ বছর নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেন, পুলিশ বাহিনীর সক্ষমতা দীর্ঘদিন ধরে পরীক্ষা হয়নি এবং এ অবস্থায় নির্বাচন আয়োজন কঠিন হবে। তিনি বলেন, নির্বাচনের আগে পুলিশিং ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে এবং এজন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সামাজিক শক্তিকেও সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

নারীর প্রতি নিপীড়ন প্রসঙ্গে নাহিদ বলেন, বর্তমানে কিছু নারী সদস্যের বিরুদ্ধে সাইবার বুলিং ও অপপ্রচার চলছে যা অত্যন্ত নিন্দনীয়। তিনি দাবি করেন, এর জন্য সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

এনসিপির কার্যক্রম সম্পর্কে তিনি জানান, তারা এখন রাজনৈতিক নিবন্ধন এবং সাংগঠনিক কার্যক্রমে মনোনিবেশ করছে। রোজার পর তারা নিজেদের সাংগঠনিক শক্তি বাড়ানোর কাজ শুরু করবে। জোট গঠন বা নির্বাচনী প্রার্থী নির্বাচনের বিষয়ে তাদের অবস্থান নির্ধারণে আরও সময় লাগবে।

নাহিদ ইসলাম বলেন, এনসিপি নির্বাচনের আগে বিচার এবং সংস্কারের ওপর জোর দিচ্ছে। তিনি উল্লেখ করেন, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দুটি আলাদা বিষয়। জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক সংস্কার বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। নাগরিক পার্টি মনে করে যে, নির্বাচন কেবল প্রেক্ষাপট নয় বরং বিচার ও সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন হতে হবে।

এনসিপির আর্থিক বিষয়ে নাহিদ বলেন, তিনি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন চান এবং এটি এককভাবে সম্ভব নয়। তিনি দাবি করেন যে, দলটির সহযোগীরা যদি তাদের আর্থিক সাহায্যের বিষয়টি প্রকাশিত করতে চান তবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে