ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রুয়েটের মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের বিভাগ পছন্দক্রম শুরু শনিবার

২০২৫ মার্চ ০৭ ১৭:০৬:২৮
রুয়েটের মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের বিভাগ পছন্দক্রম শুরু শনিবার

ডুয়া ডেস্ক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের জন্য বিভাগ পছন্দক্রম প্রদান প্রক্রিয়া শুরু হবে আগামীকাল শনিবার (৮ মার্চ)। সকাল ১০টা থেকে অনলাইনে এই পছন্দক্রম গ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেধাতালিকায় স্থান পাওয়া সকল শিক্ষার্থীকে আগামী ৮ মার্চ (শনিবার) সকাল ১০টা থেকে ১৫ মার্চ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত [https://admission.ruet.ac.bd/](https://admission.ruet.ac.bd/) ওয়েবসাইটে গিয়ে Admission Portal-এ লগইন করে ‘Online Choice Form’-এর প্রয়োজনীয় তথ্য পূরণ এবং বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে। প্রকৌশল বিভাগের বিভিন্ন শাখা ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ১৩টি পছন্দ সহ একটি পছন্দক্রম পূরণ করতে হবে। তবে স্থাপত্য বিভাগের জন্য পছন্দক্রম পূরণের প্রয়োজন নেই।

‘Online Choice Form’-এ দেওয়া পছন্দক্রম আগামী ১৫ মার্চ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত পরিবর্তন করা যেতে পারে। তবে বিশেষ প্রয়োজনে ভর্তির দিন ভর্তি কমিটির অনুমোদনক্রমে নির্ধারিত বুথে পছন্দক্রম পরিবর্তন করা যাবে।

এছাড়া আগামী ১৯ মার্চ প্রথম পর্যায়ের ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের সশরীরে নিরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে। যাচাই-বাছাই কমিটি প্রার্থীদের সনদপত্র যাচাই করে জমা নেওয়ার পর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরদিন ২০ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০টায় প্রাপ্ত বিভাগ দেখে ভর্তির নির্ধারিত ফি ১৮,৫০০ টাকা (আঠারো হাজার পাঁচশত টাকা) রুয়েট শাখার রূপালী ব্যাংক পিএলসিতে জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। কোনো প্রার্থী যদি ভর্তির দিন ভর্তি কার্যক্রম সম্পন্ন করে সেক্ষেত্রে ওই দিনই ফি জমা দেওয়ার সুযোগ থাকবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে