ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সাভারে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

২০২৫ মার্চ ০৭ ১৭:০০:২৮
সাভারে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ডুয়া ডেস্ক: সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পাবনার টেক এলাকার শরিফের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। দুপুর ৩টা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনার টেক এলাকায় শরিফের ঝুটের গোডাউনে আগুন লাগে। এরপর খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার প্রবণ চৌধুরী বলেন, ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। তবে এ সময় পর্যন্ত আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে