ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

রাঙ্গামাটিতে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান

২০২৫ মার্চ ০৭ ১৬:৪৫:২৬
রাঙ্গামাটিতে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান

ডুয়া ডেস্ক: পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে।

শুক্রবার (৭ মার্চ) ভোরে সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে।

এসময় সেনাবাহিনী ইউপিডিএফ (মূল) সদস্যদের একটি গোপন আস্তানার সন্ধান পায়। আস্তানাটি তল্লাশি করে ১৭ রাউন্ড পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, একটি ওয়াকি-টকি সেট, একটি হার্ডডিস্ক, ইউনিফর্ম, চাঁদা আদায়ের রশিদসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনী অভিযান শেষ করার সময়, ইউপিডিএফ সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ওই অঞ্চলে নারী ও শিশুরা সেনাবাহিনীর পথরোধ করার চেষ্টা করে। তবে সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক উপস্থিতি টের পেয়ে তারা চলে যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং সন্দেহজনক কোনো তথ্য বা কর্মকাণ্ডের বিষয়ে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর জন্য পরামর্শ দিয়েছে।

কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে