ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

অধ্যাপক খান সারওয়ার মুরশিদের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

২০২৪ ডিসেম্বর ০৩ ১৯:০৪:৩৯
অধ্যাপক খান সারওয়ার মুরশিদের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের প্রয়াত অধ্যাপক খান সারওয়ার মুরশিদ-এর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(০৩ ডিসেম্বর) আরসি মজুমদার আর্টস মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ এই স্মরণসভার আয়োজন করে।

বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. জেরিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও অধ্যাপক খান সারওয়ার মুরশিদের কন্যা শারমীন মুরশিদ এবং ড. তাজিন মুরশিদ।

অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন বিভাগীয় প্রভাষক মৌমিতা হক সেঁজুতি।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রয়াত অধ্যাপক খান সারওয়ার মুরশিদ-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, প্রকৃত অর্থেই তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। একাধারে তিনি একজন শিক্ষাবিদ, প্রশাসক, কূটনীতিক, লেখক, অনুবাদক ও গুণী মানুষ ছিলেন। সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা খাতে বুদ্ধিবৃত্তিক অবদানের মাধ্যমে তিনি আমাদের জাতীয় জীবনে নানাভাবে প্রভাব ফেলেছেন।

উল্লেখ্য, অধ্যাপক খান সারওয়ার মুরশিদ ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালের ৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে