ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

হিযবুত তাহ্‌রীরর-আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ

২০২৫ মার্চ ০৭ ১৪:৫৩:০১
হিযবুত তাহ্‌রীরর-আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ

ডুয়া ডেস্ক : ‘মার্চ ফর খিলাফাহ’ নাম দিয়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় মিছিল করেছে। তারা মসজিদের উত্তর গেট থেকে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির দিকে যায়।

এরই মাঝে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশকে রুখে দাঁড়ানোর চেষ্টা করেন নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। এর ফলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

শুক্রবার (৭ মার্চ) পবিত্র জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে মিছিল বের করেন হিযবুত তাহরীরের নেতাকর্মীরা।

এসময় বিভিন্ন ব্যানার হাতে খিলাফত-খিলাফত স্লোগান দেন তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দিলে সেই বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে পল্টন মোড় থেকে পানির ট্যাংকির দিকে এগিয়ে যান।

ঘটনাস্থলে পুলিশের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে