ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

যত বেশি সময় পাবে

অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা বাড়বে, ব্যর্থতা স্পষ্ট হবে

২০২৫ মার্চ ০৭ ১২:১৬:৫৬
অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা বাড়বে, ব্যর্থতা স্পষ্ট হবে

ডুয়া ডেস্ক : জাতীয় গণতান্ত্রিক মুভমেন্ট (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি সময় পাবেন, ততই দুর্বলতা বাড়বে এবং তাদের ব্যর্থতা আরও স্পষ্ট হবে। ৭ মাসে যেসব কাজ তারা করতে পারেনি, আগামী ৭ মাসেও তা সম্ভব নাও হতে পারে।”

শুক্রবার (৭ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে তিনি এ কথা বলেন করেন।

তিনি বলেন, “যারা গত ৭ মাসে দেশের পরিস্থিতি ঠিক করতে পারেননি, তারা আগামী ৭ মাসে আরও বেশি দুর্বল হয়ে পড়তে পারেন এবং তাদের সক্ষমতা আরও সীমিত হতে পারে।”

এখন পরিস্থিতি নির্বাচনের অনুকূলে না আসলে এর পুরো দায় অন্তর্বর্তীকালীন সরকারের ওপর বর্তাবে মন্তব্য করে তিনি আরও বলেন, “যদি তারা ব্যর্থ হয়ে থাকে, তবে আমাদের দেশের জন্য একটি নির্বাচিত সরকারের প্রয়োজন এখন আরও বেশি হয়ে দাঁড়াবে।”

আগামী ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা রয়েছে এবং রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি শুরু করবে প্রত্যাশা করে তিনি বলেন, “ঈদের পর বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি মাঠে নামবে এবং দ্রুত নির্বাচনের দাবি জানাবে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে