ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘শিক্ষায় এবার সবচেয়ে বেশি বরাদ্দ দেবে সরকার’

২০২৪ ডিসেম্বর ১৭ ১৪:৩৭:১১
‘শিক্ষায় এবার সবচেয়ে বেশি বরাদ্দ দেবে সরকার’

ডুয়া নিউজ: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শিক্ষাখাতে সর্বাধিক বরাদ্দ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, "আমাদের সরকার শিক্ষাকে মানসম্মত, যুগোপযোগী ও বিশ্বমানের করে গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করছে। সরকার এই খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধান উপদেষ্টা শিক্ষাখাতের উন্নয়নে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন।"

অধ্যাপক আমিনুল ইসলাম আরও বলেন, "প্রধান উপদেষ্টার সঙ্গে আমার ব্যক্তিগত আলোচনা হয়েছে, তিনি শিক্ষার জন্য বরাদ্দ বৃদ্ধি করতে চান। তিনি উল্লেখ করেছেন যে, শিক্ষায় বরাদ্দ বর্তমানে সবচেয়ে কম, যা আগামী দিনে সবচেয়ে বেশি করা হবে।"

তিনি মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন।

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণে গুরুত্বারোপ করে অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, "শিক্ষকদের প্রশিক্ষণ ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। এজন্য তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে হবে যাতে তারা কার্যকরভাবে শ্রেণিকক্ষে শিক্ষা দিতে পারেন।"

তিনি আরো যোগ করেন, "শিক্ষার্থীদের শুধু ডিগ্রি দিতে পারলেই হবে না; বরং তাদের কর্মক্ষম করে গড়ে তুলতে হবে। দেশে ও বিদেশে, কোথাও যেন একজন শিক্ষিত যুবক নিজেকে যোগ্যতার সঙ্গে উপস্থাপন করতে পারে। এছাড়া, শুধু চাকরির দিকে নজর না দিয়ে, উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে কাজ করতে হবে। প্রধান উপদেষ্টা উদ্যোক্তা সৃষ্টিতে সারাবিশ্বে কাজ করছেন, যা আমাদের জন্য একটি বড় সুযোগ।"

অনুষ্ঠানে মাউশির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মোজাক্কার হোসেন চৌধুরী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে