ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

হিজবুত তাহরীরের ৩ সদস্য গ্রেপ্তার

২০২৫ মার্চ ০৭ ১১:৪০:৩৬
হিজবুত তাহরীরের ৩ সদস্য গ্রেপ্তার

ডুয়া ডেস্ক : রাজধানী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেপ্তারকৃতরা হলেন মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)।

শুক্রবার (০৭ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উত্তরা পশ্চিম থানা এলাকার সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সূত্র জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদে জানতে পারে, উত্তরা সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের কয়েক সদস্য ৭ মার্চ বায়তুল মোকাররাম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ নামে একটি সমাবেশ পালন করতে গোপন পরিকল্পনা করছে।

এই তৎপরতা প্রতিরোধের উদ্দেশ্যে সিটিটিসির আভিযানিক দল অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এ মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে বলেও জানা গেছে।

এদিকে, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ কোনো সংগঠন সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ডিএমপি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে