ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বিনা লাভে নিত্যপণ্য বিক্রি করছে নতুন দল এনসিপি

২০২৫ মার্চ ০৬ ২২:০৯:০৫
বিনা লাভে নিত্যপণ্য বিক্রি করছে নতুন দল এনসিপি

ডুয়া নিউজ : বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে রাজধানীতে বিনা লাভে নিত্যপণ্য বিক্রি করছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা। ব্যতিক্রমী এ উদ্যোগে পাইকারি দামে বিক্রি হচ্ছে নানা পণ্য।

আজ বৃহস্পতিবার (০৬ মার্চ) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এই কার্যক্রম চালু করেন দলের কর্মীরা। যেখানে ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবে সাধারণ মানুষ।

ব্যতিক্রমী এই উদ্যোগের আয়োজকরা জানিয়েছেন, ‘পবিত্র রমজান মাস এলেই অসাধু সিন্ডিকেটের কবলে পড়ে বাজার। এবার যেন সেটা না করতে পারে এ জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ও বাজারে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফেরাতে বিনা লাভে পণ্য বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

ক্রেতারা এক লিটার সয়াবিন তেলের বোতল ১৭৫ টাকা, ২ লিটার ৩৫০ টাকা, প্রতি পিস ডিম ৯ টাকা, ছোলা ৯৫ টাকা, প্রতি কেজি চিনি ১১৭ টাকা, মসুর ডাল ১০০ টাকা মূল্যে নিতে পারছেন বলে জানান তারা।

আয়োজক কমিটির সদস্য সেলিম হোসাইন গণমাধ্যমকে বলেন, “প্রতি রমজানে দ্রব্যের দাম বেড়ে যায়। এখান থেকেই আমাদের উদ্যোগ নেওয়া, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে থাকে। এখানে আমরা বিনা লাভে মানুষের কাছে পণ্য বিক্রি করতে পারছি। আমরা যতটা ভেবেছিলাম তার চেয়ে বেশি সাড়া মিলেছে। ঈদের আগ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে