ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সীমিত সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে অন্যথায় আগামী বছরে নির্বাচন : প্রধান উপদেষ্টা

২০২৫ মার্চ ০৬ ১৯:৫৫:২৫
সীমিত সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে অন্যথায় আগামী বছরে নির্বাচন : প্রধান উপদেষ্টা

ডুয়া ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত সংস্কারে সম্মত হয় তবে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে। অন্যথায় আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বক্তব্য তিনি ৬ মার্চ (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা "রাইট টু ফ্রিডম"-এর প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক, সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম বি. মিলাম এবং জন ড্যানিলোভিচের সঙ্গে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সৌজন্য সাক্ষাতে জানান।

বৈঠকটির সময় অধ্যাপক ইউনূস বলেন, ছয়টি কমিশনের সুপারিশের আলোকে চলমান সংলাপ শেষ হলে রাজনৈতিক দলগুলো "জুলাই চার্টার" স্বাক্ষর করবে। এই চার্টার বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্দেশনা হিসেবে কাজ করবে। অন্তর্বর্তী সরকার এই চার্টারের কিছু সুপারিশ বাস্তবায়ন করবে, বাকিগুলো রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, রোহিঙ্গা সংকট, মিয়ানমারের শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে আসা, আগের সরকারের সময় লুট হওয়া বিলিয়ন ডলার উদ্ধার প্রচেষ্টা এবং প্রধান উপদেষ্টার সার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

এ সময় দুই কূটনীতিক প্রধান উপদেষ্টাকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য রাইট টু ফ্রিডমের কর্মকাণ্ড ও তাদের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

অধ্যাপক ইউনূস মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রচারে রাইট টু ফ্রিডমের প্রচেষ্টা এবং সংস্থার কর্মকাণ্ডের প্রশংসা করেন।

১৯৯০-এর দশকের শুরুর দিকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী অ্যাম্বাসেডর মিলাম বলেন, জুলাই অভ্যুত্থান বাংলাদেশকে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ দিয়েছে এবং অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক পদক্ষেপগুলো ইতিবাচক পরিবর্তনের দ্বার উন্মুক্ত করেছে।

ঢাকায় মার্কিন দূতাবাসের সাবেক উপ-রাষ্ট্রদূত জন ড্যানিলোভিচ বলেন, বাংলাদেশে ইতিবাচক বর্ণনা প্রচার এবং ভুয়া সংবাদ ও ভুল তথ্যের (ডিসইনফরমেশন) বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে