ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রাজধানীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক

২০২৪ ডিসেম্বর ১৭ ১৪:১৮:২০
রাজধানীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক

ডুয়া নিউজ: আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে রেলওয়ের অস্থায়ী গেটকিপার ও ওয়েম্যানদের বেতন দেওয়ার আশ্বাস পাওয়ার পর আন্দোলনকারীরা রেলপথ ছেড়ে দিয়েছেন। তবে, যদি তারা বেতন না পান, তাহলে আগামী রবিবার (২২ অক্টোবর) আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে আন্দোলনকারীরা রেলপথ ছাড়েন। তাদের আন্দোলনের কারণে রাজধানীর রেলযোগাযোগ তিন ঘণ্টা নিষ্ক্রিয় ছিল। আন্দোলনের পর দুপুর ১টা ৫৫ মিনিটে প্রথম ট্রেন এফডিসি রেলক্রসিং পার হয়ে তেজগাঁও স্টেশন থেকে ঢাকা স্টেশনের দিকে রওনা করে।

ঘটনাস্থলে রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ জানান, আন্দোলনকারী গেটকিপারদের বেতন বকেয়া থাকায় তারা অসন্তুষ্ট ছিলেন। তিনি বলেন, "পূর্বে বরাদ্দের অভাব ও আইবাস জটিলতার কারণে তাদের বেতন আটকে ছিল। বর্তমানে বরাদ্দ পাওয়া গেছে, কেবল আইবাসে ইনপুট দেওয়ার কাজ বাকি আছে। আগামী দুই দিনের মধ্যে তাদের বেতন হয়ে যাবে।"

আন্দোলনকারী গেটকিপার সাব্বির হোসেন বলেন, "ঢাকা বিভাগীয় ম্যানেজার আমাদের আশ্বস্ত করেছেন যে, অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের বেতনের টাকা এসেছে। তারা বলেছেন, অনলাইনে হিসাব করে ইনপুট দিতে একদিন সময় লাগবে। সর্বোচ্চ বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন হয়ে যাবে।"

তিনি আরও বলেন, "যদি বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন দেওয়া না হয়, তাহলে রবিবার সকাল থেকে আবারও আন্দোলন করবো। সেদিন কারও আশ্বাসে আমরা রেললাইন ছেড়ে যাব না; আমাদের বেতন না হওয়া পর্যন্ত আমরা সেখানে অবস্থান করবো।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে