ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন পপসম্রাট আজম খান

২০২৫ মার্চ ০৬ ১৯:৩৮:২৭
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন পপসম্রাট আজম খান

ডুয়া নিউজ : বাংলাদেশের পপসম্রাট বলা হয় সঙ্গীতশিল্পী আজম খানকে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য চলতি বছর ৮ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে অন্তর্বর্তী সরকার। এদের মধ্যে জায়গা করে নিয়েছেন এই পপসম্রাট।

আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সরকারের উচ্চ পর্যায়ের সূত্র থেকে জানা গেছে।

এ খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আজম খানের স্বাধীনতা পদকপ্রাপ্তিতে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর সরকারি কলোনিতে জন্মগ্রহণ করেন আজম খান। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তার পুরো নাম মাহবুবুল হক খান।

আজম খান ১৯৫৫ সালে প্রথমে আজিমপুরের ঢাকেশ্বরী স্কুলে ভর্তি হন। ১৯৫৬ সাল থেকে তিনি পরিবারের সঙ্গে কমলাপুরে থাকা শুরু করেন এবং আমৃত্যু সেখানেই ছিলেন।

আজম খান ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন এবং কুমিল্লার সালদায় প্রথম সম্মুখযুদ্ধে অংশ নেন। তিনি ছিলেন দুই নম্বর সেক্টরের সেকশন ইনচার্জ। সেকশন কমান্ডার হিসেবে ঢাকা এবং এর আশপাশে বেশ কয়েকটি গেরিলা অভিযানে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি যাত্রাবাড়ী-গুলশান এলাকার গেরিলা অপারেশনগুলোর নেতৃত্ব দেন। তার নেতৃত্বে সংঘটিত হয় 'অপারেশন তিতাস'।

স্বাধীনতার পর তার ব্যান্ড 'উচ্চারণ' ব্যাপক সাড়া ফেলেছিল। ১৯৭২ সালে বিটিভিতে প্রচারিত 'এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে' এবং 'চার কালেমা সাক্ষী দেবে' গান দুটি প্রশংসিত হয়। ১৯৭৪ সালে বিটিভিতে 'রেললাইনের ওই বস্তিতে' গানটি গেয়ে তিনি আবারো আলোচনায় আসেন।

১৯৮২ সালে প্রকাশিত হয় তার প্রথম ক্যাসেট 'এক যুগ' এবং ১৯৯৯ সালের ৩ মে ডিস্কো রেকর্ডিংয়ের প্রযোজনায় তার গাওয়া প্রথম সিডি বাজারে আসে। আজম খানের গাওয়া কিছু জনপ্রিয় গানের মধ্যে রয়েছে: 'আমি যারে চাইরে', 'ওরে সালেকা ওরে মালেকা', 'আলাল ও দুলাল', 'অ্যাকসিডেন্ট', 'অনামিকা', 'অভিমানী', 'আসি আসি বলে', 'হাইকোর্টের মাজারে', 'পাপড়ি', 'বাধা দিও না', 'যে মেয়ে চোখে দেখে না' ইত্যাদি।

গান ছাড়াও ১৯৮৬ সালে 'কালা বাউল' নামে হিরামন সিরিজের নাটকে অভিনয় করেন তিনি। ২০০৩ সালে শাহীন-সুমন পরিচালিত 'গডফাদার' সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন। একই বছর তিনি ক্রাউন এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপনে মডেল হন। সর্বশেষ ২০১০ সালে কোবরা ড্রিংকসের বিজ্ঞাপনে মডেল হন।

২০১১ সালের ৫ জুন ক্যান্সারে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে চিরবিদায় নেন গুণী এই শিল্পী। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ২০১৯ সালে মরণোত্তর একুশে পদক লাভের পর, এবার তিনি স্বাধীনতা পদক প্রাপ্তির সম্মান পাচ্ছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে