ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

১০ রমজানের মধ্যে ঢাবির অফলাইন ক্লাস শেষ করতে উপাচার্যকে স্মারকলিপি

২০২৫ মার্চ ০৬ ১৬:২৪:৩৩
১০ রমজানের মধ্যে ঢাবির অফলাইন ক্লাস শেষ করতে উপাচার্যকে স্মারকলিপি

ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ দশ রমজানের মধ্যে অফলাইন ক্লাস শেষ করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের কাছে স্মারকলিপি প্রদান করেছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। যদিও এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুষ্টিকর খাবারের পর্যাপ্ত ব্যবস্থা নেই তবুও রমজান মাসে খাবারের সংকট আরও প্রকট হয়ে উঠেছে। হলের ক্যান্টিন এবং মেসের নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীদের জন্য দীর্ঘসময় রোজা রাখা কঠিন হয়ে পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্যালেন্ডার অনুযায়ী, ২৩ রমজান বা ২৪ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা এবং অন্যান্য শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। তবে হলের খাবারের মান ও দাম বিবেচনায় শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত কষ্টকর হয়ে উঠছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে খাবারের অভাবের কারণে শুধু মুসলিম শিক্ষার্থীরাই নয়, অমুসলিম শিক্ষার্থীরাও সমস্যার সম্মুখীন হচ্ছেন। বর্তমান আবহাওয়ার কারণে ক্যাম্পাস থেকে দূরে থাকা শিক্ষার্থীদের জন্য রোজা রেখে ক্লাসে আসাও কঠিন হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা ১০ রমজানের মধ্যে অফলাইনে সকল শিক্ষা কার্যক্রম শেষ করার দাবি জানিয়েছেন। প্রয়োজন হলে ডিপার্টমেন্টগুলো অনলাইন ক্লাস চালাতে পারে।

স্মারকলিপিতে উপস্থাপিত দাবিগুলো-

১. ১০ রমজানের মধ্যে অফলাইনে সকল ক্লাস কার্যক্রম শেষ করতে হবে।

২. রমজান মাসে প্রয়োজন অনুযায়ী অনলাইন ক্লাস পরিচালনা করতে হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর