ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ঢাকা মেডিকেল থেকে অর্ধশতাধিক দালাল আটক

২০২৫ মার্চ ০৬ ১৬:০০:০৮
ঢাকা মেডিকেল থেকে অর্ধশতাধিক দালাল আটক

ডুয়া ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের সাথে প্রতারণা এবং হয়রানির অভিযোগে গত ৬ মার্চ যৌথবাহিনী ৫০ জনেরও বেশি দালালকে আটক করেছে। সেনাবাহিনী এবং এনএসআইয়ের যৌথ অভিযানে হাসপাতালের চত্বর, বিভিন্ন ওয়ার্ড, এবং প্যাথলজি বিভাগ থেকে এই দালালদের আটক করা হয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অভিযান ৪ ঘণ্টাব্যাপী চলে।

এনএসআই-এর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৭০ জনের অধিক দালালকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত কারাদণ্ডের সাজা প্রদান করা হয়। এই অভিযানে সাধারণ রোগীরা স্বস্তি পেয়েছে এবং তারা যৌথবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন সরকার বলেন, দালালরা হাসপাতালের রোগীদের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করছিল এবং তাদের নির্মূল করতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়েছে। যাচাই-বাছাই শেষে সবার বিরুদ্ধে সাজার পাশাপাশি জরিমানা করা হয়েছে।

গত বছরের নভেম্বরেও যৌথবাহিনীর অভিযানে ২১ জন দালালকে আটক করা হয়েছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে