ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

পাকা ও মিষ্টি তরমুজ চেনার সহজ উপায়

২০২৫ মার্চ ০৬ ১৫:৪৭:১২
পাকা ও মিষ্টি তরমুজ চেনার সহজ উপায়

ডুয়া ডেস্ক: পুষ্টিকর এবং সুস্বাদু তরমুজ বর্তমানে বাজারে পাওয়া যায়। তবে সঠিকভাবে পাকা ও মিষ্টি তরমুজ চেনা প্রয়োজন। বাজারে গিয়ে মজাদার এই ফলটি কিনতে যদি কিছু টিপস জানেন তবে আপনি সহজেই পাকা তরমুজ কিনতে পারবেন। মার্কিন লাইফস্টাইল ওয়েবসাইট ‘জ্যাজলিফ’ এর প্রতিবেদনে বিশেষজ্ঞরা কিছু কৌশল উল্লেখ করেছেন। যা আপনাকে পাকা তরমুজ চেনার জন্য সাহায্য করবে। আসুন, জানি কিভাবে সঠিক তরমুজ বেছে নিতে হবে।

তরমুজ পাকা কি না বুঝবেন যেভাবে:

১. তরমুজের দাগ দেখা: তরমুজের নিচের দিকে মাটির সংস্পর্শে যে দাগ তৈরি হয় তা যদি ক্রিম বা হলুদ রঙের হয় তবে তরমুজটি পাকা। সাদা বা ফ্যাকাশে দাগ থাকলে বুঝবেন তরমুজটি কাঁচা।

২. খোসা পরীক্ষা করা: তরমুজের খোসা শক্ত এবং মসৃণ হতে হবে। যদি খোসা নরম বা দাগযুক্ত হয় তাহলে বুঝবেন তরমুজটি নষ্ট বা অতিরিক্ত পাকা। খোসায় ফাটল বা অসমানতা থাকলে তরমুজটি এড়িয়ে চলুন।

তরমুজের মিষ্টতা পরীক্ষার উপায়:

১. সুগার স্পট খুঁজুন: তরমুজের খোসায় ছোট ছোট গাঢ় দাগ থাকলে এটি মিষ্টি হওয়ার লক্ষণ। এই দাগগুলো চিনির সংকেত দেয় যা তরমুজের মিষ্টতা নির্দেশ করে।

২. ট্যাপ করে শব্দ শোনা: তরমুজে টোকা দিলে যদি গম্ভীর এবং গুড়গুড়ে শব্দ হয় তাহলে বুঝবেন তরমুজটি রসালো এবং পাকা। যদি শব্দ ফাঁপা বা ভোঁতা শোনায় তবে তরমুজটি কম রসালো বা নষ্ট হতে পারে।

৩. ডাঁটা ও পেটের দাগ দেখুন: তরমুজের ডাঁটা যদি সবুজ থাকে তবে তরমুজটি তাজা। শুকনো বা ঝুলে পড়া ডাঁটা মানে তরমুজটি অনেক দিন আগে তোলা হয়েছে। নিচের দিকে হলুদ দাগ (গ্রাউন্ড স্পট) পাকা তরমুজের লক্ষণ।

সেরা তরমুজ বাছাইয়ের সহজ টিপস:

ওজন: পাকা তরমুজ সাধারণত ভারী হয়। যার মানে হল তরমুজে বেশি পানি এবং রস রয়েছে, যা মিষ্টি এবং রসালো হওয়ার লক্ষণ।

আকৃতি: সমান আকৃতির তরমুজ বেছে নিন। অসমান বা বিকৃত আকৃতির তরমুজে স্বাদ এবং গঠন ঠিক থাকতে পারে না।

গন্ধ: তরমুজের খোসায় মিষ্টি গন্ধ থাকলে এটি পাকা এবং মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।

যেসব তরমুজ বাদ দেবেন:

নরম বা দাগযুক্ত তরমুজ কিনবেন না।

শুধু খোসার রং দেখে তরমুজ কিনবেন না। গাঢ় সবুজ রং পাকা তরমুজের লক্ষণ হলেও অন্যান্য বিষয় পরীক্ষা করুন।

এই সহজ টিপসগুলো অনুসরণ করলে আপনি সহজেই পাকা, মিষ্টি এবং রসালো তরমুজ বেছে নিতে পারবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর



রে