ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শেয়ারবাজারে আজ সূচক বাড়লেও, দর কমেছে বেশিরভাগ কোম্পানির

২০২৫ মার্চ ০৬ ১৫:২১:৩৫
শেয়ারবাজারে আজ সূচক বাড়লেও, দর কমেছে বেশিরভাগ কোম্পানির

ডুয়া নিউজ : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবমস বৃহস্পতিবার (০৬ মার্চ) সূচক বাড়লেও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। ডিএসইতে আজ সূচক ও লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেলেও, অধিকাংশ শেয়ারই লোকসানের মুখে পড়েছে।

অন্যদিকে, অপর শেয়ারবাজার সিএসইতে আজ সূচক ও লেনদেন দুটোই কমেছে। সিএসইতে ও আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।

এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৯টি কোম্পানির, বিপরীতে ১৬৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৩৫৩ কোটি ৩ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে। আগের কর্মদিবস মঙ্গলবার ৩১৮ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ১৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২০৩ দশমিক ৯৬ পয়েন্টে। আগের কর্মদিবসে প্রধান সূচক বেড়েছিল ২ দশমিক ৫৫ শতাংশ।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ শূন্য দশমিক ২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬০ দশমিক ৮৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক শূন্য দশমিক ৮১ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৯ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৫৩ কোটি ৩ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১৮ কোটি ২০ লাখ টাকার।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৩ কোটি ৬১ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩টির, কমেছে ১১৫টির এবং পরিবর্তন হয়নি ৪০টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ০.০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০২ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ০.০৩ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে