ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

কমেছে পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম

২০২৫ মার্চ ০৬ ১৫:১৬:২১
কমেছে পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম

ডুয়া ডেস্ক: তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে কমেছে পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম। দেশি পেঁয়াজ কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমে ২০ থেকে ৩০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৫ টাকা কমে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ না থাকলেও খোলা সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে। ফলে দাম কমতে শুরু করেছে। বর্তমানে খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমে ১৭০ টাকা লিটার হিসেবে বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়ার কারণে দাম কমতে শুরু করেছে এবং এতে সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

হিলি বাজারে সয়াবিন তেল ও পেঁয়াজ কিনতে আসা আশরাফুল ইসলাম জানান, রমজান মাসে তেল ও পেঁয়াজের চাহিদা বেশি থাকে। তিনি বলেন, এ বছর পেঁয়াজের দাম কমেছে। তবে সয়াবিন তেলের বোতল পাওয়া না গেলেও খোলা তেলের দাম কিছুটা কমেছে। তিনি ১৭০ টাকা লিটার হিসেবে ৫ লিটার সয়াবিন তেল এবং ৫ কেজি পেঁয়াজ কিনেছেন।

আশরাফুল আরও বলেন, যদি সয়াবিন তেলের দাম ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে থাকতো। তবে সাধারণ ক্রেতাদের জন্য অনেক সুবিধা হতো।

হিলি বাজারের সয়াবিন তেল বিক্রেতা নূরুজ্জামান হোসেন বলেন, গত কয়েকদিনে খোলা সয়াবিন তেলের দাম কিছুটা কমেছে। কোম্পানিগুলি বোতলজাত সয়াবিন তেল সরবরাহ না করলেও খোলা তেলের সরবরাহ রয়েছে। যার ফলে কম দামে তেল বিক্রি হচ্ছে।

পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে এবং দেশি পেঁয়াজের সরবরাহও বেশি রয়েছে। ফলে পেঁয়াজের দাম কমেছে। দেশি পেঁয়াজ ২০ থেকে ৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর ভারতীয় ভালো মানের পেঁয়াজ ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

তিনি আরও বলেন, রমজান মাসে পেঁয়াজের দাম বাড়বে না বলেই আশা করছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে