ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

এনআইডি সেবা বন্ধের হুঁশিয়ারি দিলেন ইসি কর্মকর্তারা

২০২৫ মার্চ ০৬ ১৪:৪৮:১৯
এনআইডি সেবা বন্ধের হুঁশিয়ারি দিলেন ইসি কর্মকর্তারা

ডুয়া ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে আন্দোলনে যেতে পারেন এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা। আজ (৬ মার্চ) তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের দপ্তরের সামনে জড়ো হয়েছেন নিজেদের দাবির প্রতি সমর্থন জানাতে।

এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বলছেন, নির্বাচন কমিশন থেকে এনআইডি সেবা সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা চলছে তা প্রতিহত করতে তাদের এই পদক্ষেপ। তারা জানান, প্রথমে অর্ধবেলা কর্মবিরতি এরপর পূর্ণ দিবস কর্মবিরতি এবং পরিস্থিতি আরও খারাপ হলে সারা দেশে নির্বাচন কমিশনের সব কার্যক্রম বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছেন।

জানা গেছে, জন্মনিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা সম্পর্কিত দুর্ভোগ-জটিলতা দূর করতে 'সিভিল রেজিস্ট্রেশন (কমিশন), ২০২৫' নামে একটি অধ্যাদেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ইতিমধ্যে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করছে। এই উদ্যোগের অংশ হিসেবে আইনের খসড়া পর্যালোচনা এবং আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে।

এনআইডি সেবা পূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হলেও নির্বাচনী কমিশন সেই আইন বাতিল করে সেবা নিজেদের হাতে রাখতে চায়। যদি তা হয় তাহলে এনআইডি সেবা আবার নির্বাচন কমিশনের আওতায় থাকবে। এটি নিশ্চিত করতে সরকারকে অধ্যাদেশ জারি করতে হবে।

এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুপারিশ করেছে যে, জাতীয় পরিচয় নিবন্ধন সংস্থা একটি স্বাধীন সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে গঠিত হোক। তবে এ বিষয়ে সিইসি ২৬ জানুয়ারি জানিয়েছিলেন যে, ভোটার এনআইডি কার্ড এবং ভোটার রেজিস্ট্রেশন সেবাগুলো অন্য কোনো কর্তৃপক্ষকে দেওয়া হলে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকা সম্ভব হবে না।

এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় পরিচয় নিবন্ধন ও এনআইডি সেবা নির্বাচন কমিশনের আওতাধীন না রেখে একটি স্বাধীন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দেওয়া উচিত। এর ফলে জন্মনিবন্ধন, এনআইডি এবং পাসপোর্ট সম্পর্কিত জটিলতা এবং জনদুর্ভোগ কমানো সম্ভব হবে। তাই সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) ২০২৫' খসড়া নিয়ে পরবর্তী পর্যায়ে মতামত গ্রহণ করা হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে