ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টে তলব

২০২৫ মার্চ ০৬ ১৩:৪৮:০৮
সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টে তলব

ডুয়া ডেস্ক: রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকার মাধ্যমে প্রধান বিচারপতিসহ বিচার বিভাগকে হেয় ও অসম্মান করার জন্য সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৮ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। একইসাথে ওই নির্দেশিকা তিন মাসের জন্য স্থগিত করেছে এবং আদালত রুল জারি করেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মো. শিশির মনির।

এর আগে রোববার (২ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকা আদালতের নজরে আনেন আইনজীবী শিশির মনির। তিনি আদালতকে জানান, এই নির্দেশিকায় প্রধান বিচারপতিসহ সকল বিচারপতিকে নিচে আন্ডারলাইন করা হয়েছে, যা রাষ্ট্রীয় পদ মর্যাদাক্রমে প্রধান বিচারপতির স্থান থেকে অনেক নিচে। এর ফলে প্রধান বিচারপতিকে স্বরাষ্ট্র সচিব, রেঞ্জ ডিআইজির সমমর্যাদায় আনা হয়েছে। শুনানি শেষে আদালত রুলসহ এই আদেশ প্রদান করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে