ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

হামলার মুখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

২০২৫ মার্চ ০৬ ১৩:১৮:৩৭
হামলার মুখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ডুয়া ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাজ্য সফরের সময় হামলার শিকার হয়েছেন। লন্ডনের চ্যাথাম হাউসের সামনে তার গাড়ির কাছে হামলাকারীরা পৌঁছে হামলা চালানোর চেষ্টা করে। এর পাশাপাশি ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়। এ হামলা খালিস্তানপন্থী আন্দোলনকারীদের দ্বারা সংঘটিত হয়েছে বলে জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, খালিস্তানপন্থী কর্মীরা যারা পতাকা নিয়ে রাস্তার পাশে জড়ো হয়েছিল জয়শঙ্করের কর্মসূচি শেষে বের হওয়ার সময় তার কনভয়ের সামনে এসে স্লোগান দেয়। এক হামলাকারী ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে। এই ঘটনায় পুলিশ প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও পরে বিক্ষোভকারীদের সরিয়ে নেয়।

নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, এই হামলায় জয়শঙ্করের নিরাপত্তায় গাফিলতি ছিল। হামলার নেপথ্যে 'শিখস ফর জাস্টিস' (এসএফজে) সংগঠন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যাদের সদস্যরা অতীতে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর ওপরও হামলা চালিয়েছিল।

এদিকে এস জয়শঙ্কর ব্রিটেনে প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসেছিলেন এবং দু’দেশের অর্থনৈতিক সহযোগিতা, জনগণের মধ্যে আদান-প্রদান এবং ইউক্রেনের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছিল।

উল্লেখ্য, খালিস্তান আন্দোলন ১৯৮০-র দশকে ভারতের পাঞ্জাবে উত্তাল হয়ে উঠেছিল এবং আজও বিদেশে এর সমর্থকরা নিজেদের প্রচারণা চালিয়ে যাচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে