ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জবিতে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ

২০২৫ মার্চ ০৬ ১০:৪৪:৪৩
জবিতে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ

ডুয়া ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলের শিক্ষার্থীরা ধীরগতির ইন্টারনেট সমস্যার সমাধানের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন। বুধবার (৫ মার্চ) রাত ১২টায় স্লোগান দিতে দিতে তারা হল থেকে ক্যাম্পাসে গিয়ে ভিসি ভবনের সামনে অবস্থান নেন।

শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক সমস্যায় ভুগছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ১০ মার্চ থেকে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিলেও দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে তা কার্যকর হবে কিনা, সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

জানা যায়, ১৬ তলা বিশিষ্ট হলটিতে কিছু নির্দিষ্ট স্থানে ওয়াই-ফাই সুবিধা থাকলেও তা অত্যন্ত দুর্বল। ফলে শিক্ষার্থীরা ই-লাইব্রেরিসহ অনলাইন রিসোর্স থেকে বঞ্চিত হচ্ছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ওয়াই-ফাই সুবিধার সীমাবদ্ধতার কারণে তারা বাধ্য হয়ে নিজেদের খরচে ইন্টারনেট ব্যবহার করছেন, যা বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম চৌধুরী বলেন, "আমি নতুন নেটওয়ার্ক কোম্পানির সঙ্গে কথা বলেছি, তবে এখনো কোনো আপডেট পাইনি। ছাত্রীদের বলবো কিছুদিন ধৈর্য ধরতে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে