ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ওয়ানডে ক্রিকেট থেকে মুশফিকের অবসর ঘোষণা

২০২৫ মার্চ ০৬ ১০:৩২:৩৭
ওয়ানডে ক্রিকেট থেকে মুশফিকের অবসর ঘোষণা

ডুয়া ডেস্ক : মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এর আগে, ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটকেও বিদায় জানিয়েছিলেন তিনি। ফলে এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে কেবল টেস্ট ফরম্যাটেই দেখা যাবে এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যানকে।

বুধবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন মুশফিক।

নিজের ফেসবুক পেজে এক পোস্টে মুশফিক লিখেছেন, ‘আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। যদিও আমাদের অর্জনগুলি বৈশ্বিক পর্যায়ে সীমিত হতে পারে, তবে একটি জিনিস নিশ্চিত, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সাথে ১০০ ভাগের বেশি দিয়েছি।’

অনেকদিন ধরেই ওয়ানডে ফরম্যাটে রান পাচ্ছিলেন না মুশফিক। সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি পুরো ব্যর্থ। ফলে দেশে, দেশের বাইরে থেকে কম সমালোচনা হজম করতে হয়নি। অবসর ঘোষণায় সেটাও যেন তুলতে চাইলেন মুশফিক। লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি।’

পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে মুশফিক যোগ করেন, ‘তিনি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন, আবার যাকে খুশি তাকে বেইজ্জতি করেন। সর্বশক্তিমান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সৎ ঈমান দান করুন।’

সবশেষে পরিবার, শুভাকাঙ্খিদের ধন্যবাদ জানিয়েছেন মুশফিক, ‘সবশেষে, আমি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং আমার ভক্তদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে