ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

অবশেষে সুখবর পেলেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা

২০২৫ মার্চ ০৫ ২১:৫৭:২৭
অবশেষে সুখবর পেলেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা

ডুয়া নিউজ : বেশ কয়েকদিন ধরেই এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসছিলেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। অবশেষে তাদের দাবি পূরণ হতে যাচ্ছে। এমপিওভুক্তির প্রস্তাবের ফাইলে শেষদিন বুধবার (৫ মার্চ) স্বাক্ষর করে গেছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ফলে খুব দ্রুত সময়ের মধ্যে তারা এমপিওভুক্ত হচ্ছেন।

প্রথম ধাপে ১ হাজার ৫১৯ ইবতেদায়ী মাদ্রাসার ৬ হাজারের বেশি শিক্ষকের ভাগ্য খুলছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

আজ শেষ দিনের বক্তব্যে বিষয়টির ইঙ্গিত দিয়ে গেছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ নিজেই। তিনি বলেছেন, “একই কারিকুলামে পড়াশুনা করিয়ে সরকারি প্রাথমিক শিক্ষকদের সঙ্গে ইবতেদায়ী শিক্ষকদের চরম বৈষম্য ছিল। সেই বৈষম্য নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

ড. ওয়াতিদউদ্দিন মাহমুদ বলেন, দেশে অনেক ইবতেদায়ী মাদ্রাসা আছে। এর মধ্যে অনেকগুলো অনানুষ্ঠানিক। কিন্তু অনেক প্রতিষ্ঠানের নথি (রেজিস্ট্রেশন) আছে। সরকারি প্রাথমিক স্কুলের মতো তারা বাংলা, ইংরেজি, গণিত পড়াচ্ছে। অবকাঠোমো, শিক্ষক থাকার পরও তাদের এমপিওভুক্ত করা হয়নি। তাদেরকে এমপিওভুক্ত করা সম্ভব। সেই কাজ আমি করে দিয়েছি।

মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর গত নভেম্বর-ডিসেম্বর মাস থেকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ ইবতেদায়ী শিক্ষকদের এমপিওভুক্তির জন্য কাজ করে আসছে। সারাদেশে "এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর" (ইআইআইএন) পাওয়া ১,৫১৯টি মাদ্রাসাকে এমপিওভুক্তির ফাইল বিদায়ী শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। আজ বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের শেষ কর্মদিবসে উক্ত ফাইলে স্বাক্ষর করেছেন শিক্ষা উপদেষ্টা। এখন ওই ফাইলটি প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। তার অনুমোদন পেলে মে মাসের মধ্যে শিক্ষকরা বেতন-ভাতা পেতে পারেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে