ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ডুসাপ'র নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০২৫ মার্চ ০৫ ২১:০১:২২
ডুসাপ'র নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পড়ুয়া রংপুরের পীরগাছা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ পীরগাছা (ডুসাপ)-এর নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মুনীর চৌধুরী অডিটোরিয়ামে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মেফতাহুল হোসাইন আল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ কর্নেল (অব) আব্দুল বাতেন, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম শফিক, বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াডন লিডার আরিফ আনজুম ও ঢাবি সাংবাদিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমুল হুদা।

কর্নেল আব্দুল বাতেন বলেন, উত্তরবঙ্গের মানুষ আমরা একসাথে কাজ করবো। বৃহত্তর স্বার্থে একে অপরের পাশে দাঁড়াবো। অর্থ দিয়ে সহযোগিতা করতে না পারি কিন্তু ভালো পরামর্শ দিয়ে আমরা সবাইকে এগিয়ে নিতে পারি। এসময় তিনি নবীন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া ও দেশের জন্য ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার ওপর জোর দেন।

আখতার হোসেন বলেন, পীরগাছার সবচেয়ে মেধাবীরাই আজকে এখানে সমবেত হয়েছে। আগামী দিনে তারা দেশের বিভিন্ন জায়গায় যাবে, দেশকে নেতৃত্ব দেয়ার মতো নিজেকে গড়ে তুলবে। দেশ ও দেশের মানুষের জন্য কাজ করবে এই প্রত্যাশা ব্যক্ত করেন আখতার।

শফিকুল ইসলাম বলেন, আজকে এই ধরনের আয়োজনে থাকতে পেরে আমি অনেক আনন্দ বোধ করছি। এই ধরনের সংগঠনের নেতৃত্ব দেয়ার পাশাপাশি আগামী দিনে দেশের নেতৃত্ব দেয়ার জন্য যেসব গুণাবলী দরকার তা আয়ত্ব করার ওপর জোর দেন তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে