ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

দেশে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

২০২৪ ডিসেম্বর ১৭ ১২:১৮:০৭
দেশে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

ডুয়া নিউজ: হাইকোর্টের রায়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল হওয়ার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী ও বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন, যা তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ বেশ কিছু বিষয়ের ক্ষেত্রে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, তা নিয়ে জারি করা রুলের ভিত্তিতে হয়।

গত ৫ ডিসেম্বর দীর্ঘ ২৩ কার্যদিবসের শুনানির পর মঙ্গলবার রায়ের দিন ধার্য করা হয়। রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করে, "সংবিধান আমাদের সর্বোচ্চ আইন এবং এর অনুচ্ছেদ ৭ হলো এর ধ্রুবতারা। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল।"

তবে, আদালত বলে যে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল হবে না। সংবিধানের মূল কাঠামো হলো গণতন্ত্র এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন। রিটকারী সুজনের পক্ষ থেকে শুনানি করেন সিনিয়র আইনজীবী ড. শরিফ ভূঁইয়া। বিএনপির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এহসান সিদ্দিকী।

২০১১ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করে। এই সংশোধনীর মাধ্যমে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলের দায়ে মৃত্যুদণ্ডের বিধানও অন্তর্ভুক্ত করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে