ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ক্যাম্পাসে এসে ছাত্রদের হাতে আটক জবি অধ্যাপক

২০২৫ মার্চ ০৫ ২০:০২:২৪
ক্যাম্পাসে এসে ছাত্রদের হাতে আটক জবি অধ্যাপক

ডুয়া ডেস্ক: শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন কট্টর আওয়ামীপন্থী ও জুলাই অভ্যুত্থান বিরোধী শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস।

আজ বুধবার (৫ মার্চ) তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের কাছে মামলা থেকে অব্যাহতির জন্য একটি আবেদনপত্র জমা দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে আটক হন। বর্তমানে অধ্যাপক মিল্টন বিশ্বাস এবং তার আত্মীয় পরিচয় দেয়া জন সুশান্ত বিশ্বাসকে প্রক্টর অফিসে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আটককারী শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ২৪-এ ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় অধ্যাপক মিল্টন বিশ্বাসের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তিনি সেই মামলা থেকে অব্যাহতি চেয়ে শিক্ষক সমিতির কাছে চিঠি দিতে গিয়েছিলেন। এসময় তার সঙ্গে ছিল তার আত্মীয় পরিচয় দেয়া সুশান্ত বিশ্বাস নামে এক ব্যক্তি যিনি নিজেকে ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দেন। তবে তার ছাত্রদলে কোনো পদ ছিল না বলে জানা গেছে।

এ সময় সুশান্ত বিশ্বাসের মোবাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের শাখা আহ্বায়ক সদস্য আবু বকরের ফোন নম্বর পাওয়া যায়। এ বিষয়ে কিছু প্রত্যক্ষদর্শী অভিযোগ করেছেন যে, তিনি সাবেক ছাত্রদল নেতা সুজাউদ্দীন সুজা এবং আলামিনের সঙ্গে যোগসাজশে ক্যাম্পাসে এসেছেন।

অধ্যাপক মিল্টন বিশ্বাস বাংলা বিভাগের অধ্যাপক এবং 'জয় বাংলা শিক্ষক সমাজ' এবং 'বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম' এর সেক্রেটারি বলেন, "আমার নামে দুটি মামলা রয়েছে। সেই মামলার অব্যাহতির জন্য আমি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দীন স্যারের কাছে চিঠি দিতে এসেছিলাম।"

তার সাথে থাকা আত্মীয় পরিচয় দেয়া সুশান্ত বিশ্বাস বলেন, "আমি ছাত্রদলের কেউ নই। অধ্যাপক মিল্টন বিশ্বাসের সঙ্গে এসেছিলাম, আমার ভুল হয়েছে।"

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন জানান, "তিনি আমার কাছে মামলা বাতিলের জন্য আবেদন নিয়ে এসেছিলেন। আমি তাকে বলি এটি শিক্ষক সমিতির অফিসে জমা দিতে হবে। তার পরেই এই ঘটনা ঘটে।"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ তাজামুল হক বলেন, "যেহেতু তাকে প্রক্টর অফিসে রাখা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের উচিত সরে যাওয়া। আমি এখন ক্যাম্পাসে নেই। তবে যদি কেউ অপরাধীদের সঙ্গে জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে