ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ফাইনাল নিশ্চিতের ম্যাচে রানের পাহাড় গড়ল নিউজিল্যান্ড

২০২৫ মার্চ ০৫ ১৯:০০:৫৩
ফাইনাল নিশ্চিতের ম্যাচে রানের পাহাড় গড়ল নিউজিল্যান্ড

ডুয়া নিউজ : চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে রানের পাহাড় গড়ল নিউজিল্যান্ড। আজ বুধবার (০৫ মার্চ) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে রানের রেকর্ড গড়ার পথে জোড়া সেঞ্চুরি তুলে নেন নিউজিল্যান্ডের দুই তারকা ব্যাটসম্যান রাচিন রবিন্দ্র ও সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন।

লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৬২ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১০৮ রান করেছেন রাচিন। এছাড়া ১০২ রান এসেছে উইলিয়ামসনের ব্যাট থেকে।

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান ছিল ৩৫৬। ইংল্যান্ডের ৩৫১ রান তাড়ায় ওই রান তুলেছিল অস্ট্রেলিয়া। এবার নিউজিল্যান্ড ভেঙে দিল ওই রেকর্ড। জবাবে দক্ষিণ আফ্রিকা কতদূর যেতে পারে সেটাই দেখার অপেক্ষা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে