ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সাকিবের ‘সম্পত্তি’ ওমরজায়ের দখলে

২০২৫ মার্চ ০৫ ১৮:০১:০১
সাকিবের ‘সম্পত্তি’ ওমরজায়ের দখলে

ডুয়া ডেস্ক: একসময় সাকিব আল হাসানের জন্য তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডারের তকমা ছিল যেন ‘নির্দিষ্ট’। আইসিসির অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটি তিনি নিজের ‘সম্পত্তি’ হিসেবে গড়ে তুলেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে এখন তা বদলে গেছে। সাকিবের সেই রাজত্বও এখন আর আগের মতো নেই।

নতুন অলরাউন্ডাররা এখন সাকিবের সেই ‘সম্পত্তি’তে ভাগ বসাতে শুরু করেছে। যেমন- আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের শীর্ষস্থান এখন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের দখলে।

চ্যাম্পিয়নস ট্রফিতে অসাধারণ পারফরম্যান্সের পর ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। তারই জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ নবীকে টপকে শীর্ষস্থানে পৌঁছেছেন। তার রেটিং পয়েন্ট এখন ২৯৬।

অন্যদিকে নবী ২৯০ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। জিম্বাবুয়ের সিকান্দার রাজা ২৮৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন।

চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটি করার মাধ্যমে তার অবস্থান আরও শক্ত হয়েছে। অলরাউন্ডারের তালিকায় নিজের শীর্ষস্থান ছাড়াও ১২৬ রান করে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় ১২ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন ওমরজাই।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে