ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কাতার থেকে ঢাকাগামী বিমানের জরুরি অবতরণ ভারতে, যা জানা গেল

২০২৫ মার্চ ০৫ ১৭:৪৫:১১
কাতার থেকে ঢাকাগামী বিমানের জরুরি অবতরণ ভারতে, যা জানা গেল

ডুয়া ডেস্ক : কাতারের রাজধানী দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতে জরুরি অবতরণ করেছে। আজ বুধবার (০৫ মার্চ) ভোরের দিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার শামশাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ওই ফ্লাইট।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রোনিকলের প্রতিবেদনে বলা হয়েছে, এক নারী যাত্রীর শারীরিক জটিলতার জেরে কাতার এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইট তেলেঙ্গানায় জরুরি অবতরণ করেছে।

কাতার এয়ারলাইন্সের কিউআর ৬৪২ ফ্লাইটের এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে বিমানটির পাইলট রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুমের সঙ্গে যোগাযোগ করেন। মেডিক্যাল সমস্যার কারণে তিনি জরুরি অবতরণের অনুমতি চান।

বিমানবন্দরের সংশ্লিষ্ট বিভাগের সবুজ সংকেত পাওয়ার পর এটিসি কাতার এয়ারলাইন্সের ফ্লাইটটিকে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়। এরপর স্থানীয় সময় ভোর ৩টা ২৫ মিনিটে শামশাবাদের বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে।

ভারতীয় সংবাদমাধ্যমটি বলেছে, যাত্রীর তাৎক্ষণিক চিকিৎসার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রেখেছিল। বিমানটি অবতরণের পর অসুস্থ নারী যাত্রীকে অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এরপর কাতার এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের স্থানীয় সময় ৩টা ৪২ মিনিটে ঢাকা উদ্দেশে যাত্রা শুরু করে। তবে, ওই যাত্রী মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে