ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভর্তি পরীক্ষার জন্য ৩৩ ঘণ্টা বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট

২০২৫ মার্চ ০৫ ১৭:২৩:৩০
ভর্তি পরীক্ষার জন্য ৩৩ ঘণ্টা বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট

ডুয়া ডেস্ক: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ৭ মার্চ অনুষ্ঠিত হবে। পরীক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস, আবাসিক এলাকা এবং সকল হলের ইন্টারনেট ওয়াই-ফাই সেবা ৩৩ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আজ (৫ মার্চ) বুটেক্সের আইসিটি সেলের প্রোগ্রামার মো. আসিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামীকাল (৬ মার্চ) সকাল ৯টা থেকে ৭ মার্চ বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পাসের ওয়াই-ফাই সংযোগ বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদনক্রমে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষার সময়ে প্রশ্নফাঁস ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।

এবারের ভর্তি পরীক্ষায় ১১টি বিভাগে মোট ৬৪০ জন শিক্ষার্থী ভর্তি হবে। এর মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৮০টি করে আসন রয়েছে। এছাড়া টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, ডাইজ অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে ৪০টি করে আসন নির্ধারিত হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে