ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

যেসব কাজে রোজার কোনো ক্ষতি হয় না

২০২৫ মার্চ ০৫ ১৭:০৯:৪৯
যেসব কাজে রোজার কোনো ক্ষতি হয় না

ডুয়া ডেস্ক : আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমরা পবিত্র মাহে রমজানের রহমতের দশকের রোজা পালন করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। রমজান মাস আমাদের জন্য মহান আল্লাহর বিশেষ এক নেয়ামত, যা আমাদের আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ এনে দেয়।

তবে, রোজা রাখার সময় অনেকেই কিছু বিষয়ে সন্দেহে ভুগেন এবং নিশ্চিত জ্ঞান না থাকার কারণে অনেক বৈধ কাজ থেকেও নিজেদের বিরত রাখেন। তাই, চলুন জেনে নিই—কোন কোন কাজ রোজা অবস্থায় করলেও তা ভঙ্গ হয় না।

> ভুলক্রমে পানাহার করা। কোনো খাবার বা পানীয় ভুলে খেয়ে নিলে রোজা ভাঙবে না। তবে মনে হওয়ার সঙ্গে সঙ্গে খাবার ছেড়ে দিতে হবে।

> আতর, সুগন্ধি ব্যবহার করা বা ফুল ইত্যাদির ঘ্রাণ নেয়া।

> নিজ মুখের থুতু ও কফ জমা না করে গিলে ফেলা।

> শরীর বা মাথায় তৈল ব্যবহার করা।

> ঠাণ্ডার জন্য গোসল করা।

> ঘুমে স্বপ্নদোষ হওয়া।

> মিসওয়াক করা।

> অনিচ্ছাকৃত বমি হওয়া

> চোখে ওষুধ বা সুরমা ব্যবহার করা।

> স্বাভাবিক যে কোনো ধরনের ইনজেকশন নেয়া। তবে শক্তিবর্ধক ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর



রে