ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

১ কোটি ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে যাচ্ছে চীন

২০২৫ মার্চ ০৫ ১৬:৩২:১৮
১ কোটি ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে যাচ্ছে চীন

ডুয়া ডেস্ক : খুব অল্প সময়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া দেশের মধ্যে অন্যতম হলো চীন। মাত্র ৪০ বছরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে উন্নীত হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। এবার আগামী বছরগুলোতে ১ কোটি ২০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে চীন।

আজ বুধবার (৫ মার্চ) এমন একটি সরকারি নথি এসেছে বার্তা সংস্থা এএফপির হাতে।

বার্ত সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন আগামী বছরে শহরে ১ কোটি ২০ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কাজ করছে। কেননা, তরুণদের চাকরি খুঁজে পেতে বেশ সংগ্রাম করতে হচ্ছে।

সরকারি নথিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে চীন প্রায় পাঁচ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এমন এক সময়ে, যখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি নতুন মার্কিন শুল্ক, স্থায়ী সম্পত্তি খাতের ঋণ সংকট এবং কম ভোক্তা চাহিদার মতো বেশ কিছু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে।

এছাড়াও চীন তার শহরগুলোতে ১ কোটি ২০ লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ২০২৫ সালে দুই শতাংশ মুদ্রাস্ফীতি অর্জনের প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশটির বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলির মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জন করা খুবই উচ্চাভিলাষী।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে