ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানোর তারিখ জানালেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা

২০২৫ মার্চ ০৫ ১৪:২৯:২৭
সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানোর তারিখ জানালেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা

ডুয়া ডেস্ক: বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছাবেন। বুধবার (৫ মার্চ) সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “ফেব্রুয়ারির মধ্যে নতুন বই পৌঁছানোর পরিকল্পনা ছিল। তবে এখনো অনেক শিক্ষার্থীর হাতে বই পৌঁছায়নি। বই ছাপাতে দেরি হওয়ার পাশাপাশি ডিস্ট্রিবিউশনের সমস্যাও ছিল। এ কারণে বই পৌঁছাতে বিলম্ব হচ্ছে।”

ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, “প্রতি বছর শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপানোর সময় প্রকৃত চাহিদার চেয়ে বেশি চাহিদা দেখানো হয়। এই বাড়তি চাহিদা অনুযায়ী বই ছাপানোর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দেশে সরকারি এবং বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কিছুটা অস্থিরতা ছিল তবে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে।”

এর আগে অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক সি আর আবরার। বেলা ১১টায় শপথগ্রহণ অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সি আর আবরারকে শপথবাক্য পাঠ করান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে