ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

২০২৫ মার্চ ০৫ ১৪:০৯:৩৭
ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ডুয়া ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কোপ থেকে ভারতও রেহাই পায়নি! স্থানীয় সময় মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকালে) মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য রাখার সময় ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দেন যে, পারস্পরিক শুল্ক আরোপের নীতি থেকে ভারত বাদ যাবে না।

এছাড়া ট্রাম্প ভারতসহ অন্যান্য দেশগুলোর ওপর পাল্টা শুল্ক আরোপের তারিখও ঘোষণা করেন। তিনি চীন, দক্ষিণ কোরিয়া, কানাডা, মেক্সিকো সহ বেশ কয়েকটি দেশের কথা উল্লেখ করেন যাদের ওপর শুল্ক চাপানোর কথা বলেছিলেন তিনি।

দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন ট্রাম্প। তার ভাষণে বিভিন্ন দেশের শুল্ক নীতির বিষয়ে আলোচনা উঠে আসে। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে নানা দেশ আমাদের ওপর শুল্ক চাপিয়ে আসছে, এখন আমাদের পালা। ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত এবং অন্যান্য দেশ যত বেশি শুল্ক আরোপ করবে, আমরাও তত বেশি শুল্ক আরোপ করব।”

ভারত নিয়ে আলাদা করে কথা বলেন ট্রাম্প, “ভারত আমাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে, এটা যুক্তরাষ্ট্রের জন্য ন্যায্য নয়, কখনোই ছিল না।”

ট্রাম্প ঘোষণা করেন, “আমরা আগামী ২ এপ্রিল থেকে পারস্পরিক শুল্ক আরোপ শুরু করব। আমি চেয়েছিলাম ১ এপ্রিল থেকে শুরু করতে কিন্তু অনেকে হয়তো ভাববেন আমি এপ্রিল ফুল করছি তাই ২ এপ্রিল থেকে এটি কার্যকর হবে।”

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্পের একের পর এক সিদ্ধান্ত নিয়ে বিশ্বে আলোচনা হচ্ছে। তিনি বারবার জানিয়ে দিয়েছেন, আমদানি শুল্কের বিষয়ে তিনি কখনোই নমনীয় হবেন না। ‘টিট ফর ট্যাট’ নীতির আওতায় তিনি বলেন, যে দেশ মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করবে আমেরিকা সেই দেশের পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক আরোপ করবে।

তথ্য : টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, দ্য হিন্দু, ইকোনমিক টাইমস, বিজনেস স্ট্যান্ডার্ড

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে