ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

‘যেকোনো উপায়ে গ্রিনল্যান্ড ‘দখল’ করবে যুক্তরাষ্ট্র’

২০২৫ মার্চ ০৫ ১৩:১২:২৬
‘যেকোনো উপায়ে গ্রিনল্যান্ড ‘দখল’ করবে যুক্তরাষ্ট্র’

ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্র যে কোনো উপায়ে গ্রিনল্যান্ড ‘দখল’ করবে—এমন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৪ মার্চ) মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে তিনি এই মন্তব্য করেন।

এ বিষয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদন প্রকাশ করেছে।

ট্রাম্প কংগ্রেসে তার ভাষণে বলেন, ‘জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ডের প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘আমরা এটি দখল করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করছি তবে বিশ্বের নিরাপত্তার জন্য এটি আমাদের প্রয়োজন। আমি বিশ্বাস করি, আমরা এটি একসময় অর্জন করতে যাচ্ছি।’

গ্রিনল্যান্ডের জনগণের প্রতি সমর্থন জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা আপনার ভবিষ্যত নির্ধারণের অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করি। যদি আপনারা চান আমরা আপনাকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানাতে প্রস্তুত।’

বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ১৯৭৯ সাল থেকে ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। আর্কটিক এবং আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত এই দ্বীপটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এসব কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য আকর্ষণীয়।

তবে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড উভয়ই এই দ্বীপ বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ডেনিশ সরকার এখনও গ্রিনল্যান্ডের উপর তাদের সার্বভৌমত্ব দাবি করে আসছে।

এদিকে জানুয়ারিতে করা এক জরিপে দেখা যায়, গ্রিনল্যান্ডের ৮৫ শতাংশ জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার বিরোধী।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে