ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বেনাপোলে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

২০২৫ মার্চ ০৫ ১১:৫৮:৪৭
বেনাপোলে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ডুয়া নিউজ: বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি ৫ লাখ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বুধবার (৫ মার্চ) সকালে এসব পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ চোরাকারবারীদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট ও শিকারপুর সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, শাড়ি, পাতার বিড়ি, পান মসলা, মোটর পার্টস, কিটক্যাট চকলেট, কসমেটিক্স সামগ্রী এবং অবৈধ পলিথিনসহ একটি ট্রাক জব্দ করে।

জব্দ করা পণ্যের মূল্য প্রায় এক কোটি ৫ লাখ টাকা। এসব চোরাই পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা করা হবে বলে জানান তিনি।

সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব চোরাই পণ্য বাংলাদেশে আনছে চোরাকারবারীরা। এতে করে সরকার যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং পাশাপাশি দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। চোরাকারবারীদের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে