ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

প্রথম ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড রোহিত শর্মার

২০২৫ মার্চ ০৫ ১০:৫৩:১৩
প্রথম ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড রোহিত শর্মার

ডুয়া ডেস্ক : আরও একবার ফাইনালে ভারত। অস্ট্রেলিয়াকে বিদায় করে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা লড়াইয়ে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটের জয়ে টানা চতুর্থবারের মতো আইসিসির কোনো বড় আসরের ফাইনালে উঠলো মেন ইন ব্লু।

দলকে ফাইনালে তুলেই অনন্য এক রেকর্ড গড়লেন রোহিত শর্মা। ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে আইসিসি স্বীকৃত চারটি টুর্নামেন্টের ফাইনালে দলকে পৌঁছে দিলেন তিনি। এই কীর্তির মাধ্যমে তিনি ছাড়িয়ে গেলেন কেইন উইলিয়ামসনকে, যিনি অধিনায়ক হিসেবে তিনটি ফাইনালে দলকে নিয়ে গিয়েছিলেন।

এর আগে, ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ, একই বছরে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল খেলেছে ভারত। রোহিত শর্মা ছিলেন অধিনায়ক। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তারই নেতৃত্বে খেলেছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়ে শিরোপাটাও জিতেছিল ভারত। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও দলকে নিয়ে গেলেন রোহিত।

তবে তিন ফরম্যাটেই অধিনায়ক হিসেবে আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলার রেকর্ডটা রয়ে গিয়েছে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসনের দখলে। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ, ২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ আর ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ… এই ৩ আসরেই নিউজিল্যান্ডের অধিনায়ক ছিলেন উইলিয়ামসন।

যার মধ্যে কেবল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালতাই জিতেছিলেন কেইন উইলিয়ামসন। বাকি দুই আসরে নিউজিল্যান্ড আর ব্যক্তি উইলিয়ামসন দুজনেই ডুবেছিলেন হতাশায়।

এরই মধ্যে চারটি ফাইনালে অধিনায়ক হয়ে অনন্য এক রেকর্ড গড়ে ফেলেছেন রোহিত শর্মা। এবার তার সামনে আরেকটি বড় সুযোগ। সাদা বলের দুই ফরম্যাটেই (ওয়ানডে ও টি-টোয়েন্টি) অধিনায়ক হিসেবে আইসিসি টুর্নামেন্ট জেতা দ্বিতীয় অধিনায়ক হতে পারেন তিনি। তার আগে কেবল মহেন্দ্র সিং ধোনির আছে এই কৃতিত্ব।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে