ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সয়াবিন তেলের দাম নির্ধারণ; অমান্য করলে ব্যবস্থা

২০২৫ মার্চ ০৪ ২১:৩৬:১৩
সয়াবিন তেলের দাম নির্ধারণ; অমান্য করলে ব্যবস্থা

ডুয়া নিউজ : চট্টগ্রামে সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে। এক লিটার সয়াবিন তেলের দাম মিলগেটে ১৫৩ ও খুচরায় ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (০৪ মার্চ) দুপরে সংশ্লিষ্টদের বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে টাস্কফোর্স কমিটি।

এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক হুঁশিয়ারি দিয়েছেন, নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় বাজারে অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন তিনি।

বেশ কিছুদিন ধরেই চট্টগ্রামে সয়াবিন তেলের সংকট চলছিল, রোজায় তা আরও বেড়েছে। বাজারে অভিযান চালিয়েও মেলেনি সুফল।

এ পরিস্থিতিতে মিল মালিক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং ক্যাবসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসে একটি বিশেষ টাস্কফোর্স। প্রায় দুই ঘণ্টার বৈঠকে ব্যবসায়ীরা নিজেদের অবস্থা তুলে ধরেন।

পরে সবার সম্মতিতে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়। মিলগেটে সয়াবিন তেলের দাম ১৫৩ টাকা এবং খুচরা বাজারে ১৬০ টাকা নির্ধারণ করে টাস্কফোর্স।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন বলেন, "ইমপোর্টারদের রেট ১৫৩ টাকা পার লিটার। আপনারা যারা ট্রেডার্স আছেন তাদের জন্য ১৫৫ টাকা আর বাহিরে যারা বিক্রি করবে খুচরা মূল্য ১৬০ টাকা পার লিটার। এই সিদ্ধান্ত আজকে থেকে গৃহীত হলো।"

জেলা প্রশাসক ফরিদা খানম জানান, "নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে কিনা তা নিয়মিত তদারকি করা হবে। কেউ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

জেলা প্রশাসক জানান, "কেউ চাইলে এটার নিচে বিক্রি করতে পারবেন কিন্তু এটা অতিক্রম করা যাবে না। এটা রমজান মাস পর্যন্ত চলবে। এপ্রিলের ১০ তারিখ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে