ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বাস্তবায়ন হচ্ছে গঙ্গার পানিবণ্টন চুক্তি, ভারত-বাংলাদেশ যৌথভাবে ফারাক্কা পরিদর্শন

২০২৫ মার্চ ০৪ ১৯:২৮:৪০
বাস্তবায়ন হচ্ছে গঙ্গার পানিবণ্টন চুক্তি, ভারত-বাংলাদেশ যৌথভাবে ফারাক্কা পরিদর্শন

ডুয়া ডেস্ক: গঙ্গার পানিবণ্টন চুক্তি পর্যালোচনা এবং বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) ৮৬তম বৈঠকে যোগ দিতে গত সোমবার (৩ মার্চ) কলকাতায় পৌঁছায় বাংলাদেশের সাত সদস্যের একটি প্রতিনিধি দল। সেখান থেকে তারা হাওড়া রেলস্টেশন হয়ে ট্রেনে মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় পৌঁছান। বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে ভারতীয় নদী কমিশনের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে তারা যৌথভাবে ফারাক্কা পরিদর্শন করেন।

মঙ্গলবার (৪ মার্চ) ফারাক্কা পরিদর্শনের পর বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আবুল হোসেন জানান, সম্প্রতি ফারাক্কায় নাব্যতা কমে গেছে। জানুয়ারি মাসে নাব্যতা ঠিক ছিল। তবে ফেব্রুয়ারিতে কিছুটা কমে গিয়েছে। তিনি জানান, পানির পরিমাণ কমে যাওয়া স্বাভাবিক ঘটনা। কোনো বছর পানির পরিমাণ কম থাকে আবার কোনো বছর বেশি।

এক প্রশ্নের উত্তরে আবুল হোসেন বলেন, পানিবণ্টন চুক্তি বাস্তবায়িত হচ্ছে এবং চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিশেষ কমিটি পর্যালোচনা করবে। তিনি আরও বলেন, ফারাক্কা পরিদর্শন শেষে কলকাতায় একটি রুটিন বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন নিয়ে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতিবসু এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুক্তিতে সই করেন। ২০২৬ সালে এই চুক্তির মেয়াদ শেষ হবে। এর আগেই বাংলাদেশের প্রতিনিধি দলের এই পরিদর্শন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে