ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সাত মাসে রপ্তানি আয় বাড়লো ৩১৩ কোটি ডলার

২০২৫ মার্চ ০৪ ১৮:৪৫:৫৩
সাত মাসে রপ্তানি আয় বাড়লো ৩১৩ কোটি ডলার

ডুয়া ডেস্ক: বৈশ্বিক সমস্যার কারণে গত দুই বছরে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে। বিদায়ী বছরে দেশের রাজনৈতিক পটপরিবর্তনও রপ্তানি কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে। পাশাপাশি শ্রমিক অসন্তোষ এবং গ্যাস সংকটও কিছু সময়ের জন্য রপ্তানির গতিকে বাধাগ্রস্ত করেছে। নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারি পদক্ষেপে শিল্পোদ্যোক্তারা শঙ্কিত। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও টানা ছয় মাস পণ্য রপ্তানি বৃদ্ধি পেতে শুরু করেছে।

ফেব্রুয়ারি মাসে পণ্য রপ্তানি গত বছরের একই মাসের তুলনায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম সাত মাসে রপ্তানি বেড়েছে ১১ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সোমবার প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৩৯৭ কোটি ডলার। সাধারণত ফেব্রুয়ারি মাসে রপ্তানি আয় কিছু কম হয়। কারণ মাসটি ২৮ দিনে সীমাবদ্ধ থাকে এবং উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে অন্তত দুই দিন বন্ধ থাকে। সাধারণত প্রতি মাসে প্রায় ৪৫০ কোটি ডলার রপ্তানি হয় সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে প্রায় ৩০ কোটি ডলার কম রপ্তানি হয়েছে। কিছু কারখানার উৎপাদন বন্ধ থাকার প্রভাবও পড়েছে।

তবে ফেব্রুয়ারিতে কিছুটা কম রপ্তানি হলেও অর্থবছরের প্রথম সাত মাসে রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১০.৫৩ শতাংশ বেড়েছে। মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩,২৯৪ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ২,৯৮১ কোটি ডলার। এর মানে হলো গত সাত মাসে রপ্তানি আয় বেড়েছে ৩১৩ কোটি ডলার।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তৈরি পোশাক খাতে রপ্তানি আয় ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত মাছ এবং প্লাস্টিক পণ্য রপ্তানিতেও বৃদ্ধি দেখা গেছে।

চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের তুলনায় ১২.৪৪ শতাংশ বেশি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে