ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন ঢাবির সাবেক অধ্যাপক

২০২৫ মার্চ ০৪ ১৬:২৩:৩১
নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন ঢাবির সাবেক অধ্যাপক

ডুয়া ডেস্ক: নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছেন শরণার্থী ও শ্রম অভিবাসন বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. সি আর আবরার। আগামীকাল ৫ মার্চ (বুধবার) বেলা ১১টায় বঙ্গভবনে তিনি শপথ গ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ ৪ মার্চ (মঙ্গলবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, অধ্যাপক ড. সি আর আবরার সম্ভবত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ দীর্ঘদিন ধরে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন এবং একসঙ্গে দুটি মন্ত্রণালয় পরিচালনা করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। এই কারণে ড. সি আর আবরার উপদেষ্টা পরিষদে যোগ দিচ্ছেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. সি আর আবরারের জন্ম ১৯৫২ সালের ১৭ আগস্ট ফরিদপুরে। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন এবং ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৯ সাল থেকে টানা চার দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। এছাড়া তিনি আন্তর্জাতিক সম্পর্কের খ্যাতিমান অধ্যাপক এবং শরণার্থী ও অভিবাসন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এর প্রতিষ্ঠাতা সমন্বয়ক।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে