ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দেশের আর্থিক পরিস্থিতি শক্তিশালী অবস্থানে রয়েছে: গভর্নর

২০২৫ মার্চ ০৪ ১৫:২৮:১৩
দেশের আর্থিক পরিস্থিতি শক্তিশালী অবস্থানে রয়েছে: গভর্নর

ডুয়া ডেস্ক : সরকারের ঋণ নিয়ে একটি চক্রের মধ্যে আছি। আমি সেই লোক নই যে চাটুকারিতা করে টাকা আনব। দেশের আর্থিক পরিস্থিতি শক্তিশালী অবস্থায় আছে। বাজেট অর্থের জোগানের একমাত্র সমাধান হচ্ছে রাজস্ব আদায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর।

সম্প্রতি একটি ইংরেজি দৈনিক আয়োজিত ‘ব্যাংক খাতের পুনরুদ্ধারের পথযাত্রা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাজস্ব আদায় ভালো হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দিকে তাকাতে হবে না মন্তব্য করে আহসান এইচ মনসুর বলেছেন, এ বছর ২ হাজার ৯০০ কোটি ডলার আসবে প্রবাসী আয় থেকে। আর রপ্তানি থেকে আসেব পাঁচ হাজার কোটি ডলার। এই দুটি খাত থেকে প্রায় আট হাজার কোটি ডলার পাব। আমাদের রাজস্ব আদায় বাড়ানোর নীতি দরকার বলে মনে করেন তিনি।

গভর্নর বলেন, গৃহিণী স্ত্রী ও মেয়েকে ব্যাংকের পরিচালক হিসেবে বসিয়ে দিচ্ছি। তাঁদের যোগ্যতা ও অভিজ্ঞতা নেই। আমরা এসব চাই না। ব্যাংকের পরিচালক হতে ফিট অ্যান্ড প্রপার টেস্ট (অভিজ্ঞতা ও যোগ্যতা পরীক্ষা) পর্যালোচনা করা হচ্ছে। যাঁরা এখন পরিচালক আছেন, তাঁরাসহ সবাইকে এই যাচাই–বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। ব্যাংকের পরিচালক হওয়ার গুণাবলি থাকতে হবে।

তিনি বলেন, ব্যাংকের মালিকদেরও এই যাচাই–বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। যোগ্যতা থাকলে মালিকেরা পরিচালক হবেন, যোগ্যতা না থাকলে হবেন না। সিটি ব্যাংক এনএর মালিক কারা, তা কেউ জানেন না।

তিনি জানান, মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মূল্যস্ফীতি কমলে সব ধরনের নীতি সুদহার কমে আসবে বলে ধারণা গভর্নরের।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে