ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র কমিটি অনুমোদন

২০২৫ মার্চ ০৪ ১৫:০৬:১৩
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র কমিটি অনুমোদন

ডুয়া ডেস্ক: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইউকে’র ৪০ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অ্যালামনাই ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া কর্তৃক এ অনুমোদন দেওয়া হয়।

ডুয়া'র সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী স্বাক্ষরিত কেন্দ্রীয় অ্যালামনাইর অনুমোদনের চিঠি ইউকে শাখার সভাপতিকে প্রদান করা হয়।

চিঠিতে জানানো হয়, অনুমোদিত কমিটির সদস্যদের মধ্যে যারা এখনো ডুয়া’র জীবন সদস্য হননি, তাঁদেরকে ৩০ কর্মদিবসের মধ্যে ১০০ ডলার ফি প্রদান করে জীবন সদস্য হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জীবন সদস্য না হলে এ অনুমোদন কার্যকর হবে না। পাশাপাশি ইউকে শাখার অন্যান্য সদস্যদের পর্যায়ক্রমে ডুয়া’র জীবন সদস্য করার উদ্যোগ নিতে হবে।

এছাড়াও চিঠিতে ইউকে শাখাকে কেন্দ্রীয় অ্যালামনাই ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া'র বিধি-বিধান ও নিয়মকানুন যথাযথভাবে পরিপালন করতে বলা হয়েছে।

৪০ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি হলেন ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস এবং জেনারেল সেক্রেটারি (ভারপ্রাপ্ত) হলেন বুলবুল হাসান।

এছাড়া, ৯ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ১২ সদস্যবিশিষ্ট ট্রাস্টি কমিটিও অনুমোদন দেওয়া হয়।

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’রকার্যকরী কমিটি, উপদেষ্টা কমিটি ও ট্রাস্টি কমিটির তালিকা নিচে দেওয়া হলো:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে