ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ক্যাম্পাসের নিরাপত্তায় সবার সহযোগিতা চাইলেন ঢাবি প্রক্টর

২০২৪ ডিসেম্বর ১৬ ২২:৪৪:২৬
ক্যাম্পাসের নিরাপত্তায় সবার সহযোগিতা চাইলেন ঢাবি প্রক্টর

ডুয়া নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সাইফুদ্দীন আহমদ ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ফেসবুক পোস্টে ঢাবি প্রক্টর বলেন, ‘শহরের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। আমাদের অবশ্যই মনে রাখা উচিত যে, এই ক্যাম্পাসে বসবাসকারী শিক্ষার্থীরা আপনার সন্তান, ভাই, বোন, আত্মীয়-স্বজন এবং বন্ধু। তাদের নিরাপত্তা ও মঙ্গল নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। শিক্ষা বান্ধব, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে আমাদের সকলের এগিয়ে আসা উচিত।’

শিক্ষক, কর্মকর্তাদের নিরাপত্তা ও নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে সাইফুদ্দীন আহমদ আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির অহংকার। আসুন আমরা একে সমর্থন করি এবং রক্ষা করি। যারা আমাদের সমর্থন দিয়েছেন তাদের প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে