ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ঢাবির  ১০০ শিক্ষার্থী পেলো পূবালী ব্যাংকের ৩০ লক্ষ টাকা বৃত্তি

২০২৫ মার্চ ০৪ ১৪:১৪:৫৬
ঢাবির  ১০০ শিক্ষার্থী পেলো পূবালী ব্যাংকের ৩০ লক্ষ টাকা বৃত্তি

ডুয়া নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অসচ্ছল ১০০ শিক্ষার্থীর জন্য ৩০ লাখ টাকার বৃত্তি প্রদান করেছে পূবালী ব্যাংক লিমিটেড। সম্প্রতি পূবালী ব্যাংকের পক্ষ থেকে বৃত্তির অর্থের এ চেক হস্তান্তর করা হয়।

প্রতিবছর পূবালী ব্যাংক ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শিক্ষাবৃত্তি কার্যক্রমে অংশ নিয়ে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে।

পূবালী ব্যাংক পিএলসি ৪ বছরের জন্য ১০০ জন শিক্ষার্থীর বৃত্তি প্রদানের দায়িত্ব গ্রহণ করেছে। এর মধ্যে প্রথম দুই বছরের (২০২৩ এবং ২০২৪ সাল) বৃত্তির টাকা প্রদান করেছে ব্যাংকটি।

পূর্বের ন্যায় চলতি ২০২৫ সালে তৃতীয় বছরের জন্য ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ৩০ লক্ষ টাকা বৃত্তির চেক দিল প্রতিষ্ঠানটি।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী ঢাবির অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি কর্মসূচিতে সহায়তা প্রদানের জন্য পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলীকে ধন্যবাদ জানান। তাঁরা ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যদেরও বৃত্তি কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং তাঁদের সুস্থ ও নিরাপদ জীবন কামনা করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে