ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সীমান্তে তুরস্কের তৈরি নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ, দাবি ভারতীয় রিপোর্টে

২০২৫ মার্চ ০৪ ১৩:৪৪:১৪
সীমান্তে তুরস্কের তৈরি নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ, দাবি ভারতীয় রিপোর্টে

ডুয়া ডেস্ক: বাংলাদেশ-ভারত সীমান্তে নজরদারি ড্রোন পরিচালনা করছে বলে দাবি করেছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে এদিন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ তুরস্কের তৈরি টিবি-টু বায়রাক্টার ড্রোন ব্যবহার করছে এবং ভারতীয় সীমান্তের কাছে এগুলি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এএনআই-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানায় তারা এসব ড্রোন উড্ডয়ন করতে দেখেছে এবং সেগুলোর ওপর নজরদারি করছে। গত কয়েক মাস ধরে এসব ড্রোনকে নজরদারি কার্যক্রমে ব্যবহৃত হতে দেখা গেছে এবং এগুলি বাংলাদেশের নিজস্ব অঞ্চলের ভেতরে উড়ছে। এর ফলে ভারত তাদের সীমান্তে রাডারসহ অন্যান্য নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে।

টিবি-টু ড্রোন অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এবং এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অন্যতম সাফল্য। এই ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং হামলা চালাতে সক্ষম। এটি একটি ইলেকট্রো-অপটিক্যাল ক্যামেরা, ডাটা-লিংক সিস্টেম এবং বিভিন্ন ধরনের বিস্ফোরক দিয়ে সজ্জিত, যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

এটি ২০১৪ সাল থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হলেও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা গেছে। ড্রোনটি ১৮,০০০ ফুট উচ্চতায় উড়তে সক্ষম এবং সর্বোচ্চ ২৫,০০০ ফুট পর্যন্ত উড়তে পারে। এটি ৩০০ কিলোমিটার পর্যন্ত পরিচালনা করা যায় এবং ২৭ ঘণ্টা তিন মিনিট পর্যন্ত উড়তে সক্ষম।

এছাড়া ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে পারে এবং তার রিয়েল-টাইম ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে একাধিক ব্যবহারকারী তাৎক্ষণিকভাবে উচ্চমানের ভিডিও দেখতে পারেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে