ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

দুই ঘণ্টায় ২ বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

২০২৫ মার্চ ০৪ ১১:০৭:৪১
দুই ঘণ্টায় ২ বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

ডুয়া ডেস্ক : জয়পুরহাটের কালাই উপজেলায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুটি বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। অভিযানের সময় পৃথক দুটি মামলায় বর ও বরের বাবাকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয় এবং তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

সোমবার (০৩ মার্চ) রাতে কালাই পৌরসভা ও মাত্রাই ইউনিয়নের কুসুমসারা হিন্দুপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব বাল্যবিয়ে বন্ধ করা হয় এবং জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, জয়পুরহাট সদরের ধারকি গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে আবু হানিফের সঙ্গে কালাই পৌরসভার আকন্দপাড়ার মৃত নজির উদ্দিনের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ের (১৪) বিয়ে হচ্ছে এমন খবরে সেখানে যায় ইউএনও।

এরপর বিয়ে বন্ধ করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ১৮ বছর না হওয়া পর্যন্ত বর ওই কিশোরীকে বিয়ে দেওয়া হবে না মর্মে আদালতে মুচলেকা দেন মেয়ের মা।

উপজেলার মাত্রাই ইউনিয়নের কুসুমসারা হিন্দুপাড়া গ্রামে বাল্যবিয়ের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় বরের বাবা অমূল্য চন্দ্রকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, পাশাপাশি মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, ‘মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুটি বাল্যবিয়ে বন্ধ করতে সক্ষম হয়েছি। বাল্যবিয়ে প্রতিরোধে আমাদের অভিযান চলবে।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে