ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ধোলাইখালে জবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৫

২০২৫ মার্চ ০৪ ০৯:৫৮:৩৪
ধোলাইখালে জবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৫

ডুয়া নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় স্থানীয়দের সংঘর্ষে অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টা দিকে কথা কাটাকাটির জেরে ধরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার সূত্রপাত ধোলাইখাল এলাকার একটি মার্কেটের সামনে নির্মাণাধীন এক ঢালাইয়ের ওপরে পা দেওয়াকে কেন্দ্র করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সম্রাট অনিচ্ছাকৃতভাবে কাঁচা ঢালাইয়ে পা দেওয়ার পর স্থানীয়দের সঙ্গে এ নিয়ে বাগবিতন্ডা বাঁধলে তা সংঘর্ষে পরিণত হয়।

এরপর স্থানীয় লোকজন মিলে এই শিক্ষার্থীকে মারধর শুরু করে। এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী তার সহপাঠীদের কল দিলে হাবিবসহ দুইজন ঘটনাস্থলে আসেন। পরবর্তীতে স্থানীয় লোকজন হাবিবসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে মারধর করে আটক করে রাখে। এই ঘটনার জের ধরে মধ্যরাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসে সংঘর্ষে জড়িয়ে যায়।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক জানান, ‘আমাদের আহত শিক্ষার্থীকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আমাদের সহকারী প্রক্টররা উপস্থিত আছেন। আমি সর্বাত্মক চেষ্টা করেছি পরিস্থিতি শান্ত করতে।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে