ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পাঁচ কারণে এডিপি থেকে ৪৯ হাজার কোটি টাকা কাটছাঁট

২০২৫ মার্চ ০৩ ২৩:২২:৪৬
পাঁচ কারণে এডিপি থেকে ৪৯ হাজার কোটি টাকা কাটছাঁট

ডুয়া নিউজ: ২০২৪ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ৪৯ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত বাজেট ঘোষণা করা হয়েছে। যা গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ কাটছাঁট।

এ কাটছাঁটের পেছনে রয়েছে কয়েকটি প্রধান কারণ। যেমন সরকারের পতন, উন্নয়ন সহযোগীদের অর্থছাড় না করা, অন্তর্বর্তী সরকারের কড়াকড়ি, অদক্ষতার কারণে প্রকল্পে সময়মতো কাজ করতে না পারা এবং পুরানো সমস্যার আবর্তে ঘুরপাক।

সংশোধিত এডিপিতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে দুই লাখ ১৬ হাজার কোটি টাকা, যা মূল এডিপির তুলনায় ৪৯ হাজার কোটি টাকা কম। এর মধ্যে সরকারি তহবিলের বরাদ্দ ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে বরাদ্দ হবে ৮১ হাজার কোটি টাকা।

সোমবার (০৩ মার্চ) এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও এনইসি চেয়ারপার্সন ড. মোহাম্মদ ইউনূস। সংশোধিত এডিপিতে ১ হাজার ৪৩৭টি প্রকল্প রয়েছে, যা পূর্বের ১ হাজার ৩৫২টি প্রকল্পের চেয়ে কিছুটা বেশি। বরাদ্দ কমানোর পর পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন ও কমিউনিটি সুবিধা এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া, চলতি অর্থবছরে এডিপির বাস্তবায়ন হার ছিল ২১.৫২%, যা আগের বছর ছিল ২৭.১১%, এবং ৭ মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ৫৯ হাজার ৮৭৭ কোটি টাকা ব্যয় করেছে, যা আগের বছর তুলনায় কম।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে